নিজেকে নির্দোষ দাবি করলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার

৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার >

আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সহ চারজন। এ সময় তারা নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। বৃহস্পতিবার বেলা ১টা ১০ থেকে বেলা ১টা ১৭ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যরা আদালতের কাঠগড়ায় দাঁড়ান। পরে আদালতের অনুমতি নিয়ে তারা বসেন পড়েন। এরপর ড. মুহাম্মদ ইউনূস সহ অন্য আসামিদের আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য পড়ে শোনান তাদের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

এর আগে আদালতের বেঞ্চ অফিসার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। এরপর ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যরা নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তারা বাদির মামলা খারিজ করার জন্য আদালতে আবেদন করেন।

এর আগে বেলা ১২টায় শ্রম আদালত প্রাঙ্গণে আসেন ড. মুহাম্মদ ইউনূস। ১২টা ২২ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে হাজির হন তিনি। এদিন ড. মুহাম্মদ ইউনূস সহ এ মামলার চারজন আসামীর ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখা এবং সাফাই সাক্ষীর দিন ধার্য ছিল।

এর আগে গত ৬ই নভেম্বর এ মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন আদালত ৯ই নভেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ এ মামলার চারজন আসামীর ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার দিন ধার্য করেন।

ড. ইউনূস সহ চারজনের পক্ষে আদালতে এ মামলার শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ

অপর দিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *