বিনোদন ডেস্ক ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার >
বেশ কয়েক বছর ধরে বিদেশমুখী হচ্ছেন ভারতীয় অভিনেত্রীরা। আনুশকা শর্মা লন্ডনে সংসার পেতেছেন। তাপসী পান্নুও চলে গেছেন বিদেশে। দীর্ঘদিন থেকে হলিউডে কাজ করছেন প্রিয়াংকা চোপড়া, লস অ্যানজেলেসেই থাকেন তিনি পাকাপাকিভাবে। ভারতে আর ফিরবেন কিনা, তা নিয়ে সংশয় তো রয়েছেই। সংশয় রয়েছে তার হিন্দি ছবিতে কাজ করা নিয়েও। এরইমধ্যে অভিনেত্রীর প্রযোজনা সংস্থাও চলে যাচ্ছে ভারত ছেড়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াংকার প্রযোজনা সংস্থার মূল কর্মকাণ্ড মুম্বই থেকে সরিয়ে ফেলেছেন তারা। এবার সংস্থার যা কিছু কাজ, সবই হবে আমেরিকা থেকে। এতে গুঞ্জন উঠেছে পাকাপাকি আমেরিকাতেই স্থায়ী হচ্ছেন প্রিয়াংকা। এমনকি হিন্দি ছবিতেও আর দেখা যাবে না তাকে। তবে কিছুদিন আগে ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি আবার হিন্দি ছবিতে কাজ করতে চান। তিনি বলেন, একেবারেই মজা করছি না। আমি এখানে বহু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখা করেছি, চিত্রনাট্য পড়েছি। আমি সত্যিই হিন্দি ছবিতে কাজ করতে চাইছি। এ বছর খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু এরইমধ্যে মধু চোপড়া শোনালেন অন্য কথা। তিনি বলেন, প্রযোজনা সংস্থাটি আমেরিকায় সরিয়ে নেয়া হয়েছে, ফলে এখন আমরা আর কোনো ভারতীয় ছবি প্রযোজনা করবো না। কিন্তু ঈশ্বর চাইলে প্রিয়াংকা যদি ভারতে আবার ছবি করতে আসে, তখন আবার ভেবে দেখবো।